শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক ৪

Fresh News রিপোর্ট
মার্চ ১৩, ২০২৫
৯:৪৪ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে তাদের তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে ৯ মার্চ রাতে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়ার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের সোলায়মান মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মানিক মণ্ডলের ছেলে আব্দুর রহিম মণ্ডল (৩৬)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, গত রোববার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ডাকাতরা ঢিল ছুড়ে। চালক মাইক্রোবাস থামালে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ছয়টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়। এর পর মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে রাশেদুল বাদে বাকিরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এর পর তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।