দুদিনের অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের জিম্মি করা ট্রেনের ৩৪৬ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে নিহত হয়েছে ৩৩ সন্ত্রাসী, তবে প্রাণ হারিয়েছেন ২৮ সেনা সদস্য।
পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, সন্ত্রাসীরা মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে রেলপথ উড়িয়ে দেয়, যার ফলে কোয়েটা থেকে পেশওয়ারগামী জাফর এক্সপ্রেস থেমে যায়। এরপরই ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে তারা।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার শুরু হওয়া এই উদ্ধার অভিযান বুধবার সম্পন্ন হয়। নিরাপত্তা বাহিনী ধাপে ধাপে ট্রেনের প্রতিটি বগিতে প্রবেশ করে এবং সন্ত্রাসীদের নির্মূল করে যাত্রীদের মুক্ত করে।
তিনি আরও জানান, অপারেশন চলাকালে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছিল। অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও এসএসজি সদস্যরা অংশ নেন।
এদিকে, বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেন হামলার দায় স্বীকার করেছে। তারা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল বলে জানানো হয়।
অভিযানে সেনাবাহিনীর স্নাইপাররা আত্মঘাতী হামলাকারীদের নিশানা করে একের পর এক বগিতে প্রবেশ করেন এবং সব যাত্রীকে নিরাপদে বের করে আনেন। এই সাহসী অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান এক ভয়াবহ সংকট থেকে মুক্ত হলো।