রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

Fresh News রিপোর্ট
মার্চ ১৩, ২০২৫
১০:৫৯ পূর্বাহ্ণ

নাটকীয় লড়াই শেষে টাইব্রেকারে ৪-২ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে জয় পায় রিয়াল।

মেট্রোপলিতানো স্টেডিয়ামে শুরু থেকেই দারুণভাবে খেলে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের মাত্র ২৭ সেকেন্ডেই কনর গ্যালাগারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এটি চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকোর দ্রুততম গোল। তবে এরপর থেকেই জমে ওঠে খেলা। রিয়াল একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও অ্যাতলেটিকো রক্ষণ দুর্ভেদ্য হয়ে ওঠে।

৬৮ মিনিটে রিয়াল মাদ্রিদ পেনাল্টির সুযোগ পেলেও ভিনিসিয়ুস জুনিয়র তা কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোল হয়নি।

টাইব্রেকারে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুদিগার। অন্যদিকে, অ্যাতলেটিকোর পক্ষে আলেক্সান্দার সোরলথ ও আনহেল কোরয়া গোল করলেও মিস করেন হুলিয়ান আলভারেজ ও মার্কোস লরেন্তে।

আলভারেজের নেওয়া একটি পেনাল্টি বল জালে জড়ালেও ভিএআরের সাহায্যে বাতিল হয়, কারণ শট নেওয়ার সময় তার বাঁ পা বল স্পর্শ করেছিল, যা ‘ডাবল টাচ’ হিসেবে গণ্য হয়।

এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল কার্লো আনচেলত্তির শিষ্যরা, আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে আরও একবার চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল অ্যাতলেটিকো মাদ্রিদ।