রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইনজুরিতে আবারও ছিটকে গেলেন নেইমার

Fresh News রিপোর্ট
মার্চ ১৫, ২০২৫
১২:৩১ অপরাহ্ণ

ফুটবল মাঠের চেয়ে চোটের সঙ্গেই যেন বেশি সময় কাটছে নেইমার জুনিয়রের! দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি তাকে। চলতি মাসেই মাঠে ফেরার কথা থাকলেও আবারও ইনজুরির কারণে দলের বাইরে চলে গেলেন এই তারকা ফরোয়ার্ড।

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমারকে ঘিরেই পরিকল্পনা সাজানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি ছিটকে যান। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।

নেইমার সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচেই গুরুতর চোট পান এবং দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি আল হিলাল থেকে সান্তোসে ফিরে ৭টি ম্যাচও খেলেছেন, যেখানে ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেন। ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ফের চোট তাকে আবারও ছিটকে দিলো।

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে খেলতে নেমে পেশিতে চোট পান নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, অন্তত আসন্ন দুটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।

সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘দল ঘোষণার পর আমরা মেডিকেল বিভাগ থেকে সব খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি। মূল্যায়নের পর দানিলো, নেইমার ও এদেরসনকে পরিবর্তন করে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ফের কবে মাঠে ফিরতে পারবেন নেইমার, সেটি এখনও নিশ্চিত নয়। তবে বারবার ইনজুরিতে পড়া তার ক্যারিয়ারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।