শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মেটার নতুন ফিচার ‘কমিউনিটি নোটস’ চালু হচ্ছে

Fresh News রিপোর্ট
মার্চ ১৫, ২০২৫
১২:৩৪ অপরাহ্ণ

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা এবার ফ্যাক্ট-চেকিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এতদিন তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য যাচাই করা হলেও এবার ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরাই পোস্টের সত্যতা যাচাই করতে পারবেন।

প্রথম ধাপে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে। নতুন এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী পোস্টের সত্যতা যাচাই করে সেখানে ব্যাখ্যা বা নোট সংযুক্ত করতে পারবেন। পরবর্তীতে এই তথ্য কনটেন্ট মডারেশনের কাজে ব্যবহার করা হবে।

মেটার দাবি, ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা অনেক সময় সীমাবদ্ধ হয়ে পড়ে এবং এতে স্বচ্ছতার অভাব দেখা দেয়। তাই নতুন এই পদ্ধতিতে ব্যবহারকারীরাই পোস্ট যাচাই করতে পারবেন, যা অধিক কার্যকর হতে পারে।

১৭ মার্চ ২০২৫ থেকে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হচ্ছে। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের দুই লাখ ব্যবহারকারী এতে অংশ নেবেন। শুধুমাত্র ১৮ বছরের বেশি বয়সী এবং অন্তত ছয় মাস পুরনো অ্যাকাউন্টধারীরা এতে অংশ নিতে পারবেন।

এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা বেশি স্বাধীনতা পাবেন এবং ভুয়া তথ্য প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এতে রাজনৈতিক বা মতাদর্শভিত্তিক পক্ষপাতের ঝুঁকিও থেকে যেতে পারে। ভুল তথ্য যদি অনেক ব্যবহারকারী সমর্থন করেন, তবে তা বৈধ মনে হতে পারে। এজন্য মেটাকে কঠোর পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে।