রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

থাই কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Fresh News রিপোর্ট
মার্চ ১৫, ২০২৫
১২:৩৮ অপরাহ্ণ

থাইল্যান্ড থেকে ৪০ জন উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থাই কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ২৭ ফেব্রুয়ারি উইঘুর মুসলিমদের চীনে ফেরত পাঠানোর জন্য দায়ী বর্তমান ও সাবেক থাই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “চীনে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। যারা অন্য দেশে আশ্রয় নিয়েছেন, তাদের যেন চীনে ফেরত পাঠানো না হয়, সে ব্যাপারে আমরা জোরালো অবস্থান নিচ্ছি।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, চীন বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগ করে উইঘুর শরণার্থীদের ফেরত পাঠাতে বাধ্য করছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। ওয়াশিংটনের দাবি, এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া উইঘুরদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে কখনও কোনো থাই কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়নি। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত থাইল্যান্ডের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে।

নিষেধাজ্ঞার আওতায় কতজন কর্মকর্তা পড়েছেন, তা প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

উইঘুরদের ফেরত পাঠানোর আগে থাইল্যান্ডকে বিরত রাখার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। তারা থাইল্যান্ডে উইঘুরদের পুনর্বাসনের প্রস্তাবও দিয়েছিল। তবে চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে—এই আশঙ্কায় ব্যাংকক ওই সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইন মেনেই উইঘুরদের ফেরত পাঠিয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে থাইল্যান্ডের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।