রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আরমানিটোলায় রামাদান কাপ হকিতে চ্যাম্পিয়ন ওস্তাদ ফজলু

Fresh News রিপোর্ট
মার্চ ১৬, ২০২৫
১:০৫ অপরাহ্ণ

বাংলাদেশের হকির অন্যতম সূতিকাগার পুরান ঢাকার আরমানিটোলা স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রজন্মের পর প্রজন্মে হকি খেলোয়াড় উঠে এসেছে। এখানে দীর্ঘদিন ধরে তরুণদের হকি প্রশিক্ষণ দিতেন সাবেক খেলোয়াড় মো. ফজলু, যিনি ক্রীড়াঙ্গনে ‘ফজলু ওস্তাদ’ নামে পরিচিত ছিলেন। সম্প্রতি তার প্রয়াণ হলেও তার হাতে গড়া ফজলু একাডেমি এখনো সক্রিয় রয়েছে।

রমজান মাস উপলক্ষে আরমানিটোলা স্কুল প্রাঙ্গণে ফজলু একাডেমির আয়োজনে রামাদান কাপ হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাঁচটি দল অংশ নেয়। আজ অনুষ্ঠিত ফাইনালে ওস্তাদ ফজলু ওরেঞ্জ দল ৮-৪ গোলে ওস্তাদ ফজলু ব্ল্যাক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সাবেক তারকা হকি খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত। এ সময় উপস্থিত ছিলেন আরেক সাবেক তারকা খেলোয়াড় ও কোচ জামাল হায়দার, হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেনসহ আরও অনেকে। পুরো প্রতিযোগিতার সমন্বয়ের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী।

এদিকে, হকি ফেডারেশনের উদ্যোগে ব্র্যাক ব্যাংক মহিলা ডেভলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতা চলছে। আজ অনুষ্ঠিত ম্যাচগুলোতে দিনাজপুর ২-০ গোলে পটুয়াখালীকে, যশোর ৬-০ গোলে চট্টগ্রামকে, কিশোরগঞ্জ ৫-১ গোলে ঠাকুরগাঁওকে এবং বিকেএসপি ১৮-০ গোলে রংপুর জেলাকে পরাজিত করে। প্রতিযোগিতার ম্যাচগুলো মওলানা ভাসানী স্টেডিয়াম ও বাংলাদেশ বিমান বাহিনীর হকি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।