রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিপিএল বনাম নারী আইপিএল, পুরস্কারমূল্যে বিশাল পার্থক্য

Fresh News রিপোর্ট
মার্চ ১৬, ২০২৫
১:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) তুলনা করলে আর্থিক পুরস্কারের দিক থেকে বিশাল ব্যবধান চোখে পড়ে। ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তার ক্ষেত্রে পুরস্কারমূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আয়োজকদের স্বচ্ছতা, পারফরম্যান্স ও দর্শকদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তবে বিপিএল এখনো নারী আইপিএলের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।

বিশ্বজুড়ে পুরুষদের তুলনায় নারী ক্রীড়াবিদদের পারিশ্রমিকে পার্থক্য থাকলেও তা কমানোর প্রচেষ্টা চলছে। ক্রিকেট বিশ্বে ভারতের বাজার সবচেয়ে সমৃদ্ধ, তাই তাদের নারী ফ্র্যাঞ্চাইজি লিগেও বড় অঙ্কের প্রাইজমানি স্বাভাবিক। কিন্তু বিপিএল ও ডব্লুপিএলের পুরস্কারমূল্যের তুলনা করলে বিপিএলের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে।

শনিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ডব্লুপিএলের তৃতীয় আসরের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে মুম্বাই ৭ উইকেটে ১৪৯ রান তোলে, যার মধ্যে অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৬ রান। দিল্লি ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তোলে, মারিজান ক্যাপ করেন ২৬ বলে ৪০ রান।

মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬ কোটি রুপি (প্রায় সাড়ে ৮ কোটি টাকা), আর রানার্সআপ দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৩ কোটি রুপি (প্রায় ৪ কোটির বেশি টাকা)। অন্যদিকে, বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পেয়েছে মাত্র আড়াই লাখ টাকা, আর রানার্সআপ চিটাগাং কিংস জিতেছে দেড় কোটি টাকা।

ডব্লুপিএলের অন্যান্য পুরস্কারগুলোর মধ্যেও বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ ছিল। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ন্যাট-শাইভার ব্রান্ট পেয়েছেন ৫ লাখ রুপি, অরেঞ্জ ক্যাপ, বেগুনি ক্যাপ ও অন্যান্য ক্যাটাগরিতেও মোটা অঙ্কের পুরস্কার ছিল। এমনকি ক্যাচ অব দ্য ফাইনাল, সিক্সেস অব দ্য সিজন ও সুপার স্ট্রাইকারের মতো ক্যাটাগরিতেও পুরস্কার দেওয়া হয়েছে গাড়ি বা নগদ অর্থ।

এই বিশাল ব্যবধান প্রমাণ করে, নারী ক্রিকেটে বিনিয়োগ ও আকর্ষণীয় পুরস্কারমূল্যের মাধ্যমে প্রতিযোগিতাকে জনপ্রিয় করে তোলা সম্ভব। বিপিএল কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলোতে নজর না দেয়, তাহলে এই লিগের আকর্ষণ বাড়ানো কঠিন হয়ে যাবে।