রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হামজাকে বরণে সিলেট বিমানবন্দরে ভক্তদের ভিড়

Fresh News রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫
১১:৫০ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। তাকে স্বাগত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন ভক্ত-সমর্থকরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন হামজা। সে অনুযায়ী তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ইংল্যান্ড থেকে দেশে আসছেন।

হামজাকে স্বাগত জানাতে আসা এক ভক্ত রিয়াদ বলেন, “হামজা বাংলাদেশে আসছে—এটা আমাদের জন্য বিশাল পাওয়া। তার হাত ধরে দেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে আশা করছি।”

সুনামগঞ্জের মুখলেসুর রহমান বলেন, “আমি সকাল সাড়ে ৯টা থেকে বিমানবন্দরে আছি। হামজা বিশ্বমানের খেলোয়াড় এবং দুর্দান্ত ফর্মে আছেন। গতকাল ইংল্যান্ডে ম্যাচ খেলে সরাসরি দেশে ফিরছেন। আমরা আশা করি, ২৫ মার্চের ম্যাচে তিনি আমাদের প্রত্যাশা পূরণ করবেন।”