রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারতে খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫
১২:০০ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম খালিদ প্রধান। হোলি উৎসবকে ঘিরে ছড়ানো একটি ভিডিওর পর স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের জেরে তাকে গ্রেপ্তার করা হয়। ভিডিওতে দেখা যায়, একদল ছাত্র ক্যাম্পাসে নামাজ আদায় করছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালিদ প্রধানসহ তিন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে। ভিডিও আপলোডের জন্য তার বিরুদ্ধে প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

পুলিশ জানায়, খালিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ এবং তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, খোলা জায়গায় নামাজ আদায় এবং সেই ভিডিও প্রকাশের মাধ্যমে “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার” চেষ্টা করা হয়েছে।