রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১১:১৭ পূর্বাহ্ণ

স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই বাইকে করে বাড়ির পথে রওনা দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না তার। ভারতের উত্তরপ্রদেশের মীরগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহত ব্যক্তির নাম সঞ্জয় (২৮)। তিনি পাঞ্জাবে শ্রমিকের কাজ করতেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে ছোট ভাই রিঙ্কুকে (২২) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উত্তরপ্রদেশের বহরাইচের উদ্দেশে রওনা দেন। তবে সোমবার গভীর রাতে বরেলির কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই সঞ্জয়ের মৃত্যু হয়, আর গুরুতর আহত রিঙ্কুকে বরেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সঞ্জয়ের স্ত্রী পূজা দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। সোমবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর পান সঞ্জয়। খবর পাওয়ার পরই দ্রুত বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পুলিশ জানিয়েছে, সঞ্জয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।