ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল চালু করার চেষ্টা চলছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, বেলা ১১টা ৩৫ মিনিটে স্টেশনে ঢোকার সময় ট্রেনটির পেছনের দুটি ক্যারেজ ডাউন লাইনে লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর প্রস্তুতি চলছে।
দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেনের শিডিউলে বিঘ্ন ঘটতে পারে। দ্রুত লাইন ক্লিয়ার করার কাজ চলছে।