রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সাক্ষাৎকালে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। পাশাপাশি, জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তিনি।
সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
এছাড়া, সেনাবাহিনীর উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ, চাকরিচ্যুত সেনা সদস্যদের পুনর্বিবেচনার অগ্রগতি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবদানকে প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রমে দিকনির্দেশনা দেন এবং আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে।