শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ষড়যন্ত্র রুখে সন্ত্রাস চাঁদাবাজ দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় বলিষ্ঠ কন্ঠস্বর- আলীম

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
১২:২৩ অপরাহ্ণ

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের কারণে যারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে পারে না তারা সম্প্রতি আলীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

 

মাদক ব্যবসা, দূর্নীতি প্রতিরোধ, রাজনীতির গুনগত মান পরিবর্তন, সৎ  ও মেধাবীদের রাজনীতিতে জায়গা করে দেওয়ার অভিরাম চেষ্টা করে যাচ্ছেন আমিরুল ইসলাম খান আলীম।

 

৫ই আগষ্টের পর আলীম সমাজের সৎ শিক্ষিত মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মাদ্রাসার হুজুর, মসজিদ মাদ্রাসার আলেম ওলামাদের রাজনীতিতে জায়গা করে দিয়ে সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আলীম ৫ শতাধিক প্রাইমারি স্কুলের শিক্ষক, ২ শতাধিক হাইস্কুলের শিক্ষক কওমী মাদ্রাসার ৩ শতাধিক আলেমদের সাথে মতবিনিময় করছেন, কিভাবে রাজনীতির গুনগত মান পরিবর্তন করা যায়।

 

আলীমের আন্তরিক ইচ্ছায় বেলকুচি চৌহালী এনায়েতপুর এলাকায় ইতিবাচক রাজনীতির বাতাস বইছে।

 

৫ই আগস্টের পর বেলকুচি চৌহালী এনায়েতপুরে আলীমের কারনে কেউ নদী থেকে বালু, হাটবাজার থেকে চাঁদা, আর মাদকের ব্যবসা করতে পারেনি।যিনি দূর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজীর বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।

 

আমিরুল ইসলাম খান সৎ নীতিবান এবং অহংকার মুক্ত মানুষ বর্তমান রাজনীতিতে তার মতো নেতা লাখে একটা  খুজে পাওয়া মুশকিল।

৫ই  আগস্টের পর অনেকই যখন ঘর বাড়ী কিনছে তখন আলীম তার বাবার বাড়ি বিক্রি করে দিয়ে দল পরিচালনার জন্য অর্থের যোগান দিচ্ছে। যেন দলের ইমেজ রক্ষা করা যায়।

 

হিমালয় পাহাড়ের মত আলীমের ব্যক্তি, হযরত ওমরের মত ন্যায়পরায়ন নীতিবান, আর আল আমিনের মত সত্যবাদী। আলীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় কিন্তু তাকে ধ্বংস করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সিরাজগঞ্জের ৫ নির্বাচনী এলাকার বহু ষড়যন্ত্র হয়েছে আলীমের বিরুদ্ধে কিন্তু কেউ কোনদিন সফল হয়নি ভবিষ্যতে ও হবে না ইনশাআল্লাহ।

 

আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ভোগ বিলাসের যুগে তার মত সৎ , সাধারণ ধৈর্য্যেশীল নেতা এযুগে বিরল। সকল যড়যন্ত্রকে মোকাবিলা করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় তার অনেক কিছু আলীমের নিকট শেখার রয়েছে। যারা ষড়যন্ত্র করছেন তারা হারিয়ে যাবে একদিন, কিন্তু আলীম উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলবে আকাশে অনন্ত কাল আলো ছড়াবে। শেষ হাসিটা আলীমই হাসবে। শুধু সময়ের ব্যাপার।

 

লেখা: মঈন উদ্দিন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত