সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
২:১১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফ ওই গ্রামের লিংকন মিয়ার ছেলে।  বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইফতারের পর সবার অজান্তে বাড়ির উঠান থেকে শিয়াল শিশুটিকে টেনে নিয়ে যায়। পরে পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরাফের দাদা লালু মিয়া ‘জানান, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলা করছিল আরাফ। হঠাৎ তাকে আর পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে এলাকার মসজিদে মাইকিং করা হয়। গ্রামের একজন দেখেন, একটি শিয়াল বাচ্চাকে টেনে নিয়ে জঙ্গলের ভেতর যাচ্ছে। তাঁর ডাকচিৎকার শুনে তাঁরা সবাই সেখানে যান। জঙ্গলের ভেতর আরাফকে পাওয়া যায়।  তার গলায় কামড়ের দাগ; বুকে পায়ের নকের দাগ। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণে জানা গেছে, শিয়ালের কামড়েই শিশুটি মারা গেছে। এ বিষয়ে পরিবারের অন্য কোনো অভিযোগ নেই। মরদেহ আজ সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।