বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের ছুটি

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
২:৩৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের ছুটি মিলবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটির অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ৩ এপ্রিল, ২০২৫ ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, সেক্ষেত্রে সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) ঈদের পূর্ববর্তী ছুটি, ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) ঈদের পরবর্তী ছুটি, এবং ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হিসেবে যুক্ত হবে, যার ফলে সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিন ছুটি পাবেন।