মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মোদির সঙ্গে বৈঠকের অনুরোধ, এখনও সাড়া মেলেনি দিল্লির

Fresh News রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫
৭:১৮ অপরাহ্ণ

বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের অনুরোধ জানানো হলেও, এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পায়নি বাংলাদেশ।

রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “আমরা তো মাত্র জানালাম, এখনো কোনো উত্তর আসেনি।”

আগামী মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন ড. ইউনূস। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিতে কূটনৈতিকভাবে একটি চিঠিও পাঠানো হয়েছে।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বৈঠকটি আদৌ হবে কি না—সে বিষয়ে আশাবাদী কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “এই মুহূর্তে আর কিছু নাই।”

এদিকে, ভারতের কিছু গণমাধ্যম এই বৈঠক নিয়ে নেতিবাচক বার্তা প্রচার করছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের একটি মন্তব্য পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে। নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের অনুরোধ বিবেচনায় রয়েছে এবং মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক আয়োজনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

বৈঠকটি হলে তা হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এখন সকলের দৃষ্টি ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।