মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পঞ্চগড়ে ব্যান্ডপার্টিসহ শোডাউন করলেন এনসিপি নেতা সারজিস আলম

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:১৯ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ব্যান্ডপার্টিসহ শতাধিক গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে শোডাউন করেছেন।

কমিটিতে পদ পাওয়ার পর সোমবার (২৪ মার্চ) দুপুরে প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আসেন তিনি এবং জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে শোডাউনে অংশ নেন।

শোডাউনে জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। যাত্রাপথে সাকোয়া, বোদা, দেবীগঞ্জ, তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পথসভা শেষে আটোয়ারীতে জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিলে যোগ দেন তিনি।

দেবীগঞ্জের বিজয় চত্বরে এক পথসভায় সারজিস আলম বলেন, “বাংলাদেশে কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা শুধু ব্যবহার করেছেন। ভোটের আগের দিন টাকা দেন, ভোটের পর মানুষের কাছ থেকে টাকা নেন। নতুন বাংলাদেশে এসব হতে দেওয়া যাবে না।”

তেঁতুলিয়ার তেতুলতলায় এক পথসভায় তিনি বলেন, “আমরা একসঙ্গে আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এখন পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই, সামনে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মই নতুন বাংলাদেশ গড়বে।”

তিনি আরও বলেন, “নেতা মানুষ, ফেরেশতা নয়। তাকে ভুল ধরিয়ে দিতে হবে। কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে আসব, যদি আপনাদের কথা রাখতে পারি, তাহলে আমাদের ভোট দেবেন।”

সারজিস আলমের নেতৃত্বে এই শোডাউনকে কেন্দ্র করে পঞ্চগড়ে এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।