সন্দ্বীপের মানুষকে আর কাদা মাড়িয়ে নৌকায় সমুদ্র পাড়ি দিতে হবে না—সোমবার (২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে চালু হলো সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি সার্ভিস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ প্রসঙ্গে বলেন, “সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো, যা দীর্ঘদিনের লজ্জা থেকে মুক্তির পথ তৈরি করেছে।”
সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে প্রথম ফেরি যাত্রা শুরু করে সন্দ্বীপের গুপ্তছড়া পৌঁছায়। এক ঘণ্টার যাত্রা শেষে ফেরিটিকে স্বাগত জানাতে হাজির হয় শতাধিক স্থানীয় মানুষ।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সন্দ্বীপের এই অগ্রযাত্রা পুরো চট্টগ্রামের জন্যই আনন্দের। দেশের সব অঞ্চলের উন্নয়নই আমাদের লক্ষ্য।”
সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি সার্ভিস উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় উপদেষ্টা, যার মধ্যে ছিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এখন থেকে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি সরাসরি সন্দ্বীপে পৌঁছাতে পারবে। ফেরিতে সাধারণ যাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, আর মোটরসাইকেল ২০০ টাকা। প্রতিদিন চারবার ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
এদিকে, ফেরির পাশাপাশি ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসির বাস সার্ভিসও চালু করা হয়েছে। সন্দ্বীপবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এবার ঈদে নিজস্ব গাড়ি নিয়ে দ্বীপে যাওয়া সম্ভব হবে, যা দীর্ঘদিনের স্বপ্ন ছিল।”