মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হাতিয়ায় এনসিপি নেতার পথসভায় হামলার অভিযোগ

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:২৬ অপরাহ্ণ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।

সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সড়কে অবস্থান নেন আবদুল হান্নান মাসউদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

জানা গেছে, আবদুল হান্নান মাসউদ রোববার (২২ মার্চ) বুড়িরচর ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সোমবার (২৪ মার্চ) তিনি জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। তবে সন্ধ্যায় জাহাজমারা বাজারে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তার পথসভায় বাধা দেয় এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ রেজা বলেন, “হান্নান মাসউদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়, এতে বাজারে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি বর্তমানে বাজারের মাঝখানে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

এ ঘটনায় আবদুল হান্নান মাসউদ বলেন, “আমার পথসভায় বিএনপির একদল ফ্যাসিস্ট বাধা দিয়েছে। প্রতিবাদে আমি ছাত্র-জনতাকে নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছি। যারা হামলা চালিয়েছে, তারা আওয়ামী লীগের থেকেও কম নয়। তারা পুনরায় হামলার পরিকল্পনা করছে। আমি চাই, কোনো অপরাধী এই দ্বীপে আশ্রয় না পাক, সে যে দলেরই হোক না কেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেই হবে।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি বলেন, “কোনো হামলার ঘটনা ঘটেনি। বর্তমানে আবদুল হান্নান মাসউদ যাদের সঙ্গে ঘুরছেন, তারা আওয়ামী লীগের সহযোগী। তাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা হতে পারে। তার নিজস্ব কোনো রাজনৈতিক কর্মী নেই, আওয়ামী লীগের ওপর নির্ভর করেই তিনি কর্মসূচি চালাচ্ছেন।”

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেছে। হয়তো সেই মিছিল থেকেই হামলার ঘটনা ঘটতে পারে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”