মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির সমন্বয় সভা

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:৩১ অপরাহ্ণ

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে সুষ্ঠু ও নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি সমন্বয় সভা আয়োজন করেছে।

সোমবার (২৪ মার্চ) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সভাপতিত্ব করেন। সভার উদ্দেশ্য ছিল ঈদুল ফিতরের সময়ে সড়ক পরিবহন নিরাপদ করা, ঈদের জামাতের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা, এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যথাযথ সমন্বয় করা।

সভায় ডিএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, “পবিত্র ঈদুল ফিতর উৎসবের পরিবেশ যেন উৎসবমুখর এবং নিরাপদ থাকে, সেজন্য পুলিশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি, জনগণের সচেতনতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সড়কে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন প্রয়োগ করা হবে।

কমিশনার উল্লেখ করেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের কঠোর তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। বিশেষ করে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা অনেকাংশে কমে গেছে।”

এছাড়া সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেমন পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহণ অধিদপ্তর, বিভিন্ন পরিবহন সমিতি এবং সেবাদানকারী সংস্থার সদস্যরা। সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

সব মিলিয়ে, সভাটি সফলভাবে শেষ হয় এবং ঈদুল ফিতরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে একযোগভাবে কাজ করার লক্ষ্যে সব সংস্থা সম্মত হয়।