শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫
৫ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশের পরীক্ষামূলক যাত্রা শুরু ৯ এপ্রিল

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে আগামী ৯ এপ্রিল।

রবিবার (২৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, স্টারলিংকের সেবা দেশের যোগাযোগ খাতে নতুন এক মাইলফলক হতে যাচ্ছে, যা দেশের বিনিয়োগের পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আশিক মাহমুদ আরও জানান, স্টারলিংকের এই ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে এবং ৯০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেবাটি শুরু হবে। তিনি বলেন, “বিনিয়োগের জন্য নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্টারলিংক পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে, যা পরবর্তী সময়ে পুরোপুরি কার্যক্রম শুরু করবে।”

তিনি বলেন, ৭ এপ্রিল থেকে ঢাকায় চার দিনের একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে, যা ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই সময়েই স্টারলিংকের সেবাও কার্যকরী হবে এবং সম্মেলনের সব ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। সম্মেলনে ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন, এবং বাংলাদেশ থেকে ২ হাজার প্রতিনিধি অংশ নিবেন।

এটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।