মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাভারে বেতন ও ঈদের ছুটির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:০২ অপরাহ্ণ

সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে বেতন ও ঈদের ছুটির দাবিতে বিক্ষোভ করেছেন জিন্স অ্যাপারেলন্স কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে আলোচনার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন।

শ্রমিকদের দাবি, এখনো চলতি মাসের বেতন পরিশোধ করা হয়নি এবং ঈদের ছুটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় তারা দ্রুত বেতন পরিশোধ ও ১০ দিনের ঈদের ছুটি ঘোষণার দাবি জানান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে এবং তারা বর্তমানে কারখানার সামনে অবস্থান করছেন।