মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রেলস্টেশনে ঈদযাত্রায় ভিড় কম, ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:০৪ অপরাহ্ণ

ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে, আর সব ট্রেন নির্ধারিত সময়েই ছাড়ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে স্টেশন ঘুরে দেখা যায়, যাত্রীরা পার্কিং এরিয়া থেকে হেঁটে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের তিন দফা চেকিং পদ্ধতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেখানে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) সহায়তা করছে স্কাউট সদস্যরা।

স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে এবং কোনো বিলম্ব হয়নি।

যাত্রীরা জানিয়েছেন, এবার ঈদযাত্রায় ট্রেনের বিলম্ব নেই, প্ল্যাটফর্মে ভিড় কম এবং যাত্রীদের ভোগান্তিও তুলনামূলক কম হচ্ছে।