চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (জিডিআই) বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
২০২২ সালে বাংলাদেশকে জিডিআইয়ে যুক্ত হওয়ার প্রস্তাব দেয় চীন, তবে বিগত সরকারের সময়ে একটি সমঝোতা স্মারক সই হতে গিয়েও আটকে যায়। চীন এখনও বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করতে সক্রিয় রয়েছে।
আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে জিডিআই প্রসঙ্গ উঠতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরে এ বিষয়ে কোনো চুক্তি সই হবে না, যদিও বাংলাদেশ এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করবে। যৌথ বিবৃতিতে জিডিআই নিয়ে কিছু প্রশংসাসূচক ভাষা অন্তর্ভুক্ত হতে পারে।
জিডিআই চীনের ২০২১ সালে ঘোষিত একটি বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, যাতে এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশ যোগ দিয়েছে। তবে বাংলাদেশ এখনো এই উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।