মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সরকারি বাগানে গাছ কাটার অভিযোগে একজন কারাগারে

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:১৮ অপরাহ্ণ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সংরক্ষিত সরকারি বাগানে গাছ কাটার অভিযোগে মো. জাবের হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে তাকে জাহাজমারা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে হাতিয়া জুডিশিয়াল কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, মো. জাবের হোসেন চরহেয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। গত ১৮ মার্চ রাতে ইউনুছ হাজীর গোপট এলাকায় টর্চ লাইটের আলোতে তাকে ও আরও কয়েকজনকে গাছ কাটতে দেখেন স্থানীয়রা। ওই দলের সঙ্গে ছিলেন মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কাশেম এবং জাবের হোসেনের ছেলে আজগর হোসেন। তারা ইলেকট্রনিক করাত, কুড়াল ও দা দিয়ে গেওয়া ও কেওড়া গাছ কেটে বন পরিষ্কার করছিলেন।

ঘটনার সময় বনরক্ষীরা উপস্থিত হলে দা ও কুড়াল হাতে আক্রমণের জন্য এগিয়ে এলে তারা নিরাপত্তার স্বার্থে পিছু হটে। পরদিন সকাল ৭টায় টহল দল ঘটনাস্থলে গিয়ে কাটা অবস্থায় ৮০০টি গেওয়া গাছ এবং ৩২টি কেওড়া গাছ দেখতে পান। জমি জবরদখলের উদ্দেশ্যে ১.৫০ একর এলাকাজুড়ে গাছ কেটে বন পরিষ্কার করে ফেলা হয়েছিল। এতে সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২১ লাখ ৪১ হাজার ৬৮০ টাকা।

এই ঘটনায় ফরেস্টার বোখারী আহমেদ ২০ মার্চ বাদী হয়ে জাবের হোসেনসহ অন্তত আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে বন আইন ১৯২৭ (সংশোধিত ২০০০) অনুযায়ী মামলা হয়েছে।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান জানান, সরকারি বনে গাছ কেটে পরিবেশ ও রাষ্ট্রের ক্ষতি করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। তিনি আরও জানান, সম্প্রতি বন এলাকায় মাছ ধরা ও মধু সংগ্রহের নামে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে, এসব ঠেকাতে টহল জোরদার করা হয়েছে।