মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেনে যাত্রী বাড়লেও নেই ভোগান্তি

Fresh News রিপোর্ট
মার্চ ২৬, ২০২৫
৩:৩২ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার তৃতীয় দিন চলছে আজ বুধবার (২৬ মার্চ)। গত দুই দিনের তুলনায় আজ ট্রেনে যাত্রীদের চাপ কিছুটা বেশি হলেও স্টেশনে নেই কোনো বিশৃঙ্খলা বা ভোগান্তি। নির্দিষ্ট সময় মেনে ট্রেন ছাড়ায় যাত্রীরা স্বস্তিতেই গন্তব্যে রওনা হচ্ছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন সকালে এক ব্রিফিংয়ে জানান, আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে মোট ৬৯টি ট্রেন ছাড়বে। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে রয়েছে ২৬টি ট্রেন। তিনি আরও জানান, ঈদ যাত্রাকে আরও সহজ করতে নতুন একটি কমিউটার ট্রেন আজ থেকেই চলাচল শুরু করেছে।

শাহাদাত হোসেন বলেন, “আজকে এখন পর্যন্ত কেবল ‘তিতাস কমিউটার’ ৪৫ মিনিট দেরিতে ছাড়ে। ট্রেনটি স্টেশনে পৌঁছাতে দেরি করায় ছাড়তেও দেরি হয়েছে। তবে সার্বিকভাবে আজকের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, “স্ট্যান্ডিং টিকিট” যাত্রীদের জন্য ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে থেকে দেওয়া হচ্ছে। যাত্রী সেবার জন্য স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ট্রেনের শুরু থেকে শেষ স্টেশন পর্যন্ত রয়েছে নজরদারি। ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট চেক করা হচ্ছে যাতে কোনো অনিয়ম না হয়।

তিনি জানান, আগামীকাল (২৭ মার্চ) থেকে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসও চালু হবে। প্রত্যাশা করা হচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার যাত্রীদের চাপ আরও বাড়বে।

স্টেশন ঘুরে দেখা গেছে, যাত্রীরা অপেক্ষাকৃত স্বস্তিতে টিকিট সংগ্রহ করছেন এবং সময়মতো প্ল্যাটফর্মে ট্রেনে উঠছেন। সবমিলিয়ে এবারের ঈদযাত্রার শুরুটা হচ্ছে অনেকটাই শৃঙ্খলাপূর্ণ ও ভোগান্তিমুক্ত।