গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন (৩৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত পিএ নীট কম্পোজিট কারখানায় লাইন চিফ পদে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের মতলব থানার কাশেমপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল হোসেন মোটরসাইকেল চালিয়ে সড়কের জৈনাবাজার এলাকার দক্ষিণ পাশে ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।