সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:১৮ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করেছে দলীয় শাখা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিমন সিকদার (৩১) ও যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকার (৪০)। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নেতাকর্মীদের তাদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন।

বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক বলেন, জেলা কমিটি তদন্ত করে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বহিষ্কার করেছে।

গত ২৬ মার্চ আদাবাড়িয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে পেট্রোল সরবরাহের চাঁদা হিসেবে দাবি করা হয় ১০ লাখ টাকা। রাজি না হলে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সৌরভ বশার। তিনি দাবি করেন, অভিযুক্ত রিমন ও লিটন সরাসরি ঘটনায় জড়িত ছিলেন।

ঘটনার পর বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসলে তা দলের কেন্দ্রীয় নেতাদের নজরে পড়ে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।