সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
৩:২৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া দড়িপারা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২নং সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আ হ ম খোকন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নেক হায়াত কামনা এবং তার পিতা মোঃ শাহ আলমের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়ার আয়োজন করেন।

তার পিতা শাহ আলম সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য, সভাপতি কয়ড়া দড়িপাড়া মাদ্রাসা, সাবেক সভাপতি কয়ড়া ঈদগাহ মাঠ, সাবেক সভাপতি কইড়া দড়িপাড়া মসজিদ।

খোকন জানান, আমার বাবা অত্যান্ত ভালো মানুষ ছিলেন, তিনি ব্রহ্মগাছা ৩নং ওয়ার্ডে ব্যাপক রাস্তাঘাট কালভার্ট, ব্রিজ উন্নয়নমুখী কাজ করে গিয়েছেন।
২০১৫ সালের ইউপি নির্বাচনে মোট প্রার্থী ছিল পাঁচজন বাবা একাই ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
বাকি চারজন প্রার্থী ৮০০ ভোট পান।