শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কাজিপুরে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দিলেন মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান রানা

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
৩:৩৮ অপরাহ্ণ
Oplus_131072

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দুইটায় কাজিপুর উপজেলার মুসলিমপাড়া গ্ৰামে বিশিষ্ট সমাজসেবক মরহুম টিএম মহসিনের নিজ বাড়িতে এলাকার এক হাজার দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণের উদ্বোধন করে ছেলের জন্য দোয়া চাইলেন নাজমুল হাসান তালুকদার রানার মা বিশিষ্ট সমাজসেবীকা নুরজাহান মহসিন।

 

নাজমুল হাসান তালুকদার বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই উদ্যোগের মাধ্যমে এলাকার এক হাজার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। আপনারা সবাই আমার ও জিয়া পরিবারের জন্য দোয়া করবেন।

 

নাজমুল হাসান তালুকদার রানা আরও বলেন, বেগম জিয়া দেশের জন্য দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবুও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার পরও অত্যন্ত বিচক্ষণতার সহিত দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ১৭ বছরের টানা আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিজমের পতন হলেও আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদেরকে এখন দেশ গড়ার আন্দোলন করতে হবে।

 

ঈদ উপহার সামগ্রী ও নগর টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন কাজিপুরের বিএনপির অঙ্গসংগঠনের সাজ্জাদুর রহমান বাবলু, আব্দুর রাজ্জাক মিল্টন, শাহাদাত হোসেন রাজু, জালাল উদ্দিন, রিপন তালুকদার, সানজিদ হোসেন সৌরভ, রবিউল হাসান রবি নেতৃবৃন্দ।