সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সায়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মঞ্জরুল ইসলাম (সোহাগ) এর সৌজন্যে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকালে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
ঈদ উপহার প্রাপ্তদের মধ্যে রয়েছেনঃ নিহত বাবলুর পিতা আব্দুল ওয়াহাব, জাহাঙ্গীরের ভাই মো. আনোয়ার হোসেন, জবানের ভাই হামিদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মমিন তালুকদার এবং নিহত আকবর আলীর পরিবার। এছাড়াও আরও ৪টি নির্যাতিত পরিবার এই সহায়তা পেয়েছে।
উপহার বিতরণে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সরকার মোহাম্মদ রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোঃ মঞ্জরুল ইসলাম (সোহাগ) বলেন, রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার পরিবারগুলোকে বিএনপি সবসময় স্মরণে রাখে। তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানো অব্যাহত থাকবে।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বলেন, এই পরিবারগুলো শুধু আমাদের সংগঠনেরই নয়, দেশের জন্য ত্যাগ স্বীকার করা সাহসী মানুষের পরিবার। ঈদের খুশিতে তাদের একটু পাশে থাকতে পারলেই সেটাই আমাদের বড় প্রাপ্তি।