সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শনিবার (২৯ মার্চ) গণঅধিকার পরিষদ আয়োজিত “কেমন হবে আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোমিন ফয়সাল বলেন, শাসনব্যবস্থার কাঠামোগত পরিবর্তন ছাড়া এ দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জনপ্রতিনিধি যেন টাকা ও পেশিশক্তির মাধ্যমে না আসে, সে নিশ্চয়তা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের আগের স্বৈরাচারী আচরণ প্রমাণ করে -যোগ্য নয়, পেশিশক্তি নির্ভর নেতৃত্ব এ জাতিকে কোথায় নিয়ে যেতে পারে।
আলোচনায় জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলনের বেলকুচি উপজেলার প্রতিনিধিরা অংশ নিয়ে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আর যেন আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি তৈরি না হয়, সে জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
আলোচনা শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য এবং বাংলাদেশের শান্তি, কল্যাণ ও সুশাসনের জন্য বিশেষ দোয়া করা হয়।