ফ্রেশ নিউজ :
দেশের সার্বিক মঙ্গল কামনা করে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে দোয়া প্রার্থনা করা হয়েছে। একইসঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্যও প্রার্থনা করা হয়।
সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত শেষে বিশেষ প্রার্থনা করা হয়। জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।
মুনাজাতে গোলাম মোস্তফা বলেন, এখানে উপদেষ্টারা আছেন। দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন।