শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদের সকালেও নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ

Fresh News রিপোর্ট
মার্চ ৩১, ২০২৫
১০:২২ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

ঈদের সকালেও নাড়ির টানে বাড়ি ফিরেছে অনেকেই । সোমবার  রাজধানীর ফকিরাপুল বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শেষ সময়েও অনেকেই বাড়ি ফিরছেন। নানা ব্যস্ততা শেষে ঈদের আনন্দ ভাগ করতে ছুটে চলছেন শিকড়ের কাছেই। তবে পর্যাপ্ত পরিবহন সেবা না থাকায় কেউ কেউ বিড়ম্বনার কথা বলছেন।

ফকিরাপুলের শ্যামলী কাউন্টারের ম্যানেজার মিঠু বলেন, আমরা সকাল ৯টায় একটি বাস ছাড়বো। পরে আবার বিকাল থেকে বাস পাবেন যাত্রীরা। সাধারণত ঈদের সকালে অন্যবছর যেমন যাত্রী পাই, এ বছর তেমন নেই। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহাতে ঈদের সকালে বেশি মানুষ গ্রামে যান।

 

চট্টগ্রামগামী যাত্রী ফরিদুল ইসলাম বলেন, ইচ্ছা ছিল আগেই বাড়ি ফিরবো, কিন্তু ছুটি না থাকায় সম্ভব হয়নি। গতকাল রাতে ছুটি পেয়েছি, ঝুঁকি না নিয়ে আজ সকালেই রওনা দিলাম। সেহেতু রাস্তা ফাঁকা, দ্রুত বাড়ি গিয়ে ঈদের আনন্দ উদযাপন করতে পারবো।