সিরাজগঞ্জ বেলকুচিতে রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার রান্ধুনিবাড়ী ঈদগাহ মাঠে বিএনপির নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, নমরুদ ও ফেরাউনের বংশধর আওয়ামী লীগকে কখনো মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে গেছে স্বৈরাচারী শেখ হাসিনা।
বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসের স্থান নেই জানিয়ে তিনি আরও বলেন, যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী বা চাঁদাবাজি করে তাহলে আমাদের অবহিত করবেন, আমরা আপনাদের সহযোগিতায় তাকে আইনের আওতায় তুলে দিবো।
এর আগে বেলকুচির রাজাপুর ইউনিয়নে কদমতলী, শাহপুর, আগুড়িয়া, রাজাপুর, মকিমপুর, চকমকিমপুর বাজারে পথসভা ও জনসংযোগ করেন।
ঈদ পুনর্মিলনী, জনসংযোগ ও পথসভায় এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক বনী আমিন, আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল মান্নান, পৌর বিএনপি নেতা জাহিদুল হক মুক্তা প্রমুখ।