রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এনসিপির ঈদ আনন্দ উৎসবে দেড়শ শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৫
১১:২০ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদের তৃতীয় দিনে শ্রমজীবী মানুষের অংশগ্রহণে ঈদ আনন্দ উৎসব উদযাপন করেছে। রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বুধবার (২ এপ্রিল) বিকেলে মিরপুর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি পাইকপাড়া হয়ে কল্যাণপুর, দারুসসালাম ও মিরপুর ১ নম্বর এলাকা ঘুরে মিরপুর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

পরে ঈদগাহ মাঠ ও সনি স্কয়ার এলাকায় দেড়শ জন শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, শ্রম উইংয়ের সংগঠক আব্দুল্লাহ আল আবু বকরসহ স্থানীয় নাগরিক কমিটির নেতারা।

জায়েদ বিন নাসের বলেন, “শ্রমজীবী মানুষদের ঈদের আনন্দে শরিক করতেই আমাদের এই উদ্যোগ। তাদের কষ্টের কথা শুনতে চাই এবং সমাধানে পাশে থাকতে চাই।”