ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বরগুনা পৌর বাস টার্মিনালে অভিযান চালিয়েছে নৌবাহিনীর একটি দল। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, টিকিট বিক্রেতারা বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ টিকিট বিক্রেতা পালিয়ে যান, ফলে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।
ঢাকাগামী যাত্রী সুবর্ণা আক্তার বলেন, “একটি টিকিট ৮০০ টাকা হলেও আমাদের কাছ থেকে ১২০০ টাকা নেওয়া হয়েছে। পরে আবার ১০০০ টাকায় টিকিট বিক্রি করতে দেখি।” অন্য এক যাত্রী মো. রাসেল বলেন, “আমরা গরীব মানুষ, অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কেনা সম্ভব না, কিন্তু বাধ্য হয়েই কিনতে হচ্ছে।”
গ্রীনভিউ পরিবহনের যাত্রী মো. সাকিব অভিযোগ করেন, “২৮০০ টাকায় দুটি টিকিট কিনেছি, পরে দেখি ২০০০ টাকাতেই সম্ভব। ফেরত চাইলে বলা হয়েছে গাড়ির ধরন পাল্টানো হয়েছে।”
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যাত্রীরা চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানাতে পারেন।”
নৌবাহিনীর এই অভিযান কিছুটা স্বস্তি দিলেও, স্থানীয়দের দাবি, প্রশাসনের উপস্থিতি না থাকলেই আবার শুরু হয় অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো চিত্র। এজন্য নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন যাত্রীরা।