ঈদের দিন থেকে পঞ্চগড়ের সড়ক-মহাসড়কে যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিয়ম ভাঙায় ইতোমধ্যে জরিমানা আদায় হয়েছে লক্ষাধিক টাকা।
বিআরটিএ সূত্রে জানা গেছে, মিলগেট এলাকা ছাড়াও জেলার বিভিন্ন সড়কে চালানো হচ্ছে এ তল্লাশি অভিযান। এতে অংশ নিচ্ছে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ এবং বিআরটিএর যৌথ দল। অভিযানের সময় ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার এবং মোটরসাইকেল থামিয়ে যাচাই করা হচ্ছে চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র এবং পরিবহন সংক্রান্ত অন্যান্য বৈধতা।
পঞ্চগড় বিআরটিএর সহকারী পরিচালক তন্ময় ধর বলেন, “ঈদের দিন থেকেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের কারণে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
অভিযান চলাকালে বেশ কিছু যানবাহনের কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়। বিআরটিএ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আইন না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।