পবিত্র ঈদুল ফিতরের নয় দিনের দীর্ঘ ছুটি থাকলেও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম থেমে থাকেনি। মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, এই ছুটির মধ্যেও নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছে অফিসটি।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. আ. স. ম. আশরাফুজ্জামান জানান, ঈদের ছুটির সময়েও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ রায়দৌলতপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাভাবিকভাবে সব সেবা চালু রাখা হয়েছে। এই সময়ে ১৫ জন গর্ভবতী নারীকে প্রসব-পূর্ব স্বাস্থ্যসেবা এবং ৫ জনকে প্রসব-পরবর্তী সেবা দেওয়া হয়েছে।
এছাড়া ১৭ জন শিশু, ২৩ জন কিশোর-কিশোরী এবং ৩৫ জন সাধারণ রোগীকে নানা ধরনের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীরা এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, ছুটির মধ্যেও এমন সেবা পাওয়ায় তারা ভীষণভাবে উপকৃত হয়েছেন।
গর্ভবতী মা ও তাদের পরিবারের সদস্যরাও এমন সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দপ্তরের এই প্রচেষ্টা মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।