নীলফামারী সদরের কানিয়ালখাতা দ্বিমুখী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্রে ভুলের কারণে শিক্ষার্থীরা চরম উদ্বেগে রয়েছেন। একাধিক শিক্ষার্থীর ছবির জায়গায় অন্যের ছবি, নামের বানানে ভুল, জন্মতারিখ এবং অভিভাবকের নামেও রয়েছে গরমিল। এমন ভুলের কারণে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ায় তারা সোমবার (৭ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।
প্রবেশপত্র হাতে পাওয়ার পর হতবাক হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ দেখেছেন নিজের জায়গায় অন্যের ছবি, আবার কারো মায়ের নাম বদলে গেছে, আবার জন্মতারিখও দেওয়া হয়েছে ভুল।
লিপন ইসলাম বলেন, “আমার ছবির জায়গায় অন্যজনের ছবি লাগানো হয়েছে। আমি এই প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবো কি না, বুঝতে পারছি না।”
নুর জামান ইসলাম বলেন, “আমার মায়ের নাম মমেনা বেগম, কিন্তু প্রবেশপত্রে দেওয়া হয়েছে মমবানা বেগম। এমন ভুল কেমন করে হয়?”
নাঈম ইসলাম বলেন, “জন্মতারিখ দেওয়া হয়েছে ভুলভাবে। এসব পরবর্তীতে সংশোধন করা আমাদের পক্ষে কঠিন হবে।”
প্রতিষ্ঠানপ্রধান মো. সাবেদ আলী ভুলগুলো স্বীকার করলেও একে বড় ভুল বলে মনে করছেন না। তিনি বলেন, “শিক্ষার্থীরা নিয়মিত না আসায় ভুল হয়েছে। যেগুলো বোর্ডে গিয়ে ঠিক করা যাবে।”
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “ভুলের সম্পূর্ণ দায় প্রতিষ্ঠানপ্রধানের। সময়মতো বিতরণ করা হলে এমন পরিস্থিতি হতো না।”
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষায় এসব শিক্ষার্থী ঠিক সময়ে অংশ নিতে পারবে কিনা— এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।