দীর্ঘ ৯ বছর ১০ মাস ২৭ দিন পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ২০১৫ সালের স্মরণীয় ম্যাচের পর এই প্রথমবার স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারাল আরসিবি। কোহলি-ভুবনেশ্বর জুটির জাদুকরী পারফরম্যান্সে আবারও জ্বলে উঠল লাল-কালো শিবির।
২০১৫ সালের সেই ম্যাচে আরসিবির জার্সিতে যাঁরা ছিলেন, তাদের মধ্যে কেবল বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমারই আছেন এখনও। তবে এবারের ম্যাচে তারা যেন ফিরিয়ে আনলেন সেই দিনের আবহ। বিরাট কোহলি ব্যাট হাতে করেন ৬৭ রান, রজত পতিদার যোগ করেন ৬৪ রান ৩২ বলে। সেই সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু তোলে ২২১ রানের বিশাল সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই থেমে যায় ২০৯ রানে। হারের ব্যবধান ১২ রানের হলেও লড়াই ছিল জমজমাট। শেষদিকে তিলক ভার্মার উইকেট তুলে নিয়ে ভুবনেশ্বর নিশ্চিত করেন দলের জয়। এদিকে বল হাতে বাজিমাত করেন ক্রুনাল পান্ডিয়া—৪৫ রানে ৪ উইকেট নিয়ে যিনি মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপে ত্রাস ছড়ান।
এই জয় শুধু এক ম্যাচ জয়ের গল্প নয়—এটি এক দীর্ঘ অপেক্ষার অবসান, এক বৃত্ত সম্পূর্ণ হওয়ার মুহূর্ত। চেন্নাইয়ের ঘরের মাঠে ৬ হাজার ১৫৪ দিন পর জয়, আর এখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩ হাজার ৬১৯ দিন পর বিজয় ছিনিয়ে নেয়া—সব মিলিয়ে চলতি মৌসুম যেন আরসিবির পুরনো স্মৃতি ভেঙে নতুন ইতিহাস লেখার মৌসুম হয়ে উঠছে।
বেঙ্গালুরু ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে মনে রাখার মতো এক রাত।