রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কুড়িগ্রামে সীমান্তে সড়ক খননে বাধা, বিজিবি-বিএসএফ বৈঠক

Fresh News রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫
৯:৪২ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে সোমবার দুপুরে সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে সীমান্ত সংলগ্ন আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত সড়ক পাকাকরণ কাজ চলাকালে এ ঘটনা ঘটে। দুই কোটি ৬১ লাখ টাকার এই প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। কাজের একপর্যায়ে সীমান্তবর্তী এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় ভারতের কুচবিহারের দিনহাটা থানার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা দেয় এবং কাজ বন্ধ করতে বলে।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, ঘটনার পর বিএসএফ বিজিবিকে ডেকে এনে রাস্তা নির্মাণ বন্ধ রাখার অনুরোধ জানায়। পরে সোমবার দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, তবে সেখানে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এলজিইডির কাজের ঠিকাদার শাহিন সিকদার বলেন, ২৫০ মিটার এলাকায় আপাতত কাজ স্থগিত রয়েছে। তবে সীমান্ত রক্ষীবাহিনীর আলোচনার মাধ্যমে অচিরেই নির্মাণ কাজ আবার শুরু হবে বলে আশা করছেন তারা। বাকি সড়ক নির্মাণ কাজ নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুর উল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।