সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঝোড়ো বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

Fresh News রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৫
৭:২০ অপরাহ্ণ

ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানান, বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎ করে ঝোড়ো বাতাস শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, “বাতাস থেমে গেলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু করা হবে। যাত্রীদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।”

বৈরী আবহাওয়ার কারণে ঘাট এলাকায় ফেরি ও যানবাহন আটকে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।