ফেনীতে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতে লিখে নকল সরবরাহের দায়ে মো. ইউনুস নামের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত ইউনুস ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা চলাকালে তিনি শ্রেণিকক্ষে এক পরীক্ষার্থীর হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহ করছিলেন। ঠিক তখনই কেন্দ্রে উপস্থিত হন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা।
পরিদর্শনের সময় শিক্ষক ইউনুসকে নকল সরবরাহ করতে হাতেনাতে আটক করা হয়। পরে ওই শিক্ষার্থীর উত্তরপত্র যাচাই করে নকলের প্রমাণ মেলে। অভিযুক্ত শিক্ষক অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও সুলতানা নাসরিন কান্তা জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই যদি এমন কাজে লিপ্ত হন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে না। এই রায়ের মাধ্যমে অনিয়মকারীদের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়েছে।