কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে নাম-পরিচয়বিহীন একটি চিঠি। ওই চিরকুটে লেখা ছিল, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়।’ এই অদ্ভুত বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদের ৯টি দানবাক্স এবং ২টি ট্রাঙ্ক খোলা হয়। এ সময় বিপুল নিরাপত্তার মধ্য দিয়ে দান সংগ্রহের কাজ শুরু হয়। সেখানে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পাগলা মসজিদের দানবাক্সে টাকা ছাড়াও প্রায় প্রতি বারই পাওয়া যায় মনোবাসনা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে লেখা চিঠি। এবার যেমন ‘পাগলা চাচা’ সম্বোধনে শেখ হাসিনাকে খুঁজে পাওয়ার আকুতি উঠে এসেছে এক অজানা ব্যক্তির চিঠিতে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগেও দানবাক্সে বিভিন্ন সময় পাওয়া গেছে বিতর্কিত বা রাজনৈতিক বার্তাসমৃদ্ধ চিঠি। গত বছরের ১৭ আগস্ট এক চিঠিতে লেখা ছিল, “আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।” সেই চিঠিও দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানিয়েছেন, মসজিদটিতে সব ধর্মের মানুষ দান করে থাকেন। এসব দানে সংগৃহীত অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
দানবাক্সে পাওয়া এইসব চিঠি ধর্মীয় অনুভূতির প্রকাশ হিসেবে দেখা হলেও, মাঝে মাঝে তা রাজনৈতিক বার্তাও হয়ে উঠছে। এমন ঘটনায় বাড়ছে কৌতূহল ও সামাজিক আলোচনার মাত্রা।