ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নামার পাশাপাশি জমে উঠেছে পতাকা, ব্যাজ ও টি-শার্ট বিক্রির রমরমা বাণিজ্য। শনিবার বিকেলে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ভিড় করছেন মানুষ, আর সঙ্গে কিনছেন নানা প্রতীকী জিনিস।
গাজার পক্ষে অবস্থান জানাতে অনেকে হাতে তুলে নিচ্ছেন ফিলিস্তিনের পতাকা, কেউবা গায়ে জড়াচ্ছেন টি-শার্ট কিংবা মাথায় পরছেন ব্যাজ। উদ্যানে বসানো অস্থায়ী দোকানগুলোতে পতাকা বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত, ব্যাজ মিলছে ১০ থেকে ২০ টাকায়, আর টি-শার্টের দাম ১০০ টাকা।
এমনই এক পতাকা বিক্রেতার কাছ থেকে বড় আকারের পতাকা কিনেছেন রাসেল আহমেদ। তিনি বলেন, “ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যই পতাকা কিনেছি। এটা আমার অবস্থান জানানো।”
এদিকে ব্যাজ ও টি-শার্ট কিনেছেন আল আমিন নামে একজন তরুণ। তার ভাষায়, “যেহেতু আমি এই কর্মসূচিতে অংশ নিচ্ছি, তাই চাইছি পুরো মন-প্রাণ দিয়ে অংশ হতে। ব্যাজ আর টি-শার্ট পরে যেন মনে হয় আমিও ফিলিস্তিনের নির্যাতিতদের একজন।”
বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, যার মূল লক্ষ্য গাজার নিরস্ত্র মানুষের প্রতি সংহতি জানানো, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। আয়োজকদের মতে, এই আয়োজনে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা একাত্মতা প্রকাশ করছেন।
বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের বহু প্রতিনিধিও কর্মসূচিতে সরব উপস্থিতি ও সমর্থন জানাচ্ছেন। উদ্যানের ভেতরে যেমন চলছে প্রতিবাদের কণ্ঠস্বর, তেমনি বাইরে চলছে প্রতীকী ঐক্যের রঙিন উৎসব।