রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল, বিদ্যমান শিল্পে অপরিবর্তিত

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫
৭:১৯ অপরাহ্ণ

শিল্পখাতে বিদ্যমান গ্রাহকদের গ্যাসের দাম অপরিবর্তিত রাখলেও নতুন শিল্প এবং অনুমোদিত লোডের বেশি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই গ্যাস দর ঘোষণা করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪২ টাকা।

এ দাম চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে। যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, তাদেরও নতুন এই বর্ধিত দরে বিল পরিশোধ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

বিইআরসি জানিয়েছে, পেট্রোবাংলার প্রস্তাবে নতুন শিল্প ও ক্যাপটিভ ব্যবহারকারীদের জন্য গ্যাসের দাম ৭৫.৭২ টাকা করার সুপারিশ করা হয়েছিল। তবে কমিশন তা নাকচ করে তুলনামূলকভাবে কম হারে দাম বৃদ্ধি করেছে।

এ সিদ্ধান্তে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও, নতুন শিল্প স্থাপন বা অনুমোদিত সীমা ছাড়ানো ব্যবহারকারীদের জন্য উৎপাদন ব্যয় কিছুটা বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।