সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিছট গ্রামে প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৩ এপ্রিল) যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে সেখানে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিছট গ্রামে আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম চিকিৎসা ক্যাম্পের— আজ আমরা কথা রাখলাম। সেনাবাহিনী শুধু দুর্যোগ নয়, মানবিক বিপর্যয়েও মানুষের পাশে থেকে কাজ করে যাবে।”
তিনি আরও বলেন, “আমরা আজ প্রায় এক হাজার মানুষকে চিকিৎসা দেব। আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও এখানে আরও ক্যাম্প পরিচালনা করা হবে।”
চিকিৎসা ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুরা লাইন ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। সেনা চিকিৎসক দল প্রত্যন্ত এই এলাকার মানুষের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের একটি বেড়িবাঁধ খোলপেটুয়া নদীতে ধসে পড়ে। এতে আশপাশের এলাকাগুলো প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় পড়ে যায়। এরপর থেকেই সেনাবাহিনী সেখানে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।