রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নিয়ে জানতে চায় ইউএসটিআর

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫
৭:৩৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা কীভাবে দূর করা হচ্ছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ কী পদক্ষেপ নিচ্ছে—তা জানতে চেয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

গত বুধবার (৯ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে ইউএসটিআর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা চেয়েছে। আলোচনায় অংশগ্রহণকারী সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের পারস্পরিক শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্তের একদিন আগে এই বৈঠকটি হয়।

সেখানে বাংলাদেশ তুলে ধরে, অশুল্ক বাধা দূরীকরণে নীতিগত সংস্কার ও আমদানি সহজীকরণের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রও চায়, উভয় দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য বজায় থাকুক এবং কাঁচামাল প্রবাহ আরও মসৃণ হোক।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় ঢাকার সঙ্গে সহযোগিতামূলক আলোচনায় অগ্রগতি আশা করছে ওয়াশিংটন।